ব্যাংকারদের পোস্টাল ব্যালটে ভোটে নিবন্ধনের নির্দেশ
জাতীয় সংসদ নির্বাচনে যেসব ব্যাংকার নির্বাচনী দায়িত্ব পালন করবেন, তাদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনী দায়িত্বে নিয়োগ পাওয়ার পর অনতিবিলম্বে নিবন্ধন শেষ করতে বলা হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব তফসিলি ও বিশেষায়িত ব্যাংকে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তথ্যপ্রযুক্তি সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে যাদের নির্বাচনী দায়িত্বে নিয়োগ দেওয়া হবে, তাদের নিয়োগ পাওয়ার পরপরই ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও কারাবন্দিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে এর আগেই। পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনকারীদের আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে ভোট প্রদান করতে হবে। নিবন্ধিত ভোটারদের ঠিকানায় আগাম ব্যালট পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
দেশের ভেতরে অবস্থানরত ভোটারদের ব্যালট বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে এবং প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে ফেরত পাঠাতে হবে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে।
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পোস্টাল ব্যালটে আলাদা কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা যুক্ত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





