শিক্ষকদের ভাতা নিয়ে জরুরি নির্দেশনা মাউশির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে তথ্যগত ভুলের কারণে যাদের উৎসবভাতা বকেয়া রয়েছে, তাদের দ্রুত বিল সাবমিট করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শনিবার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সর্বমিত্র চাকমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি

সূত্র জানায়, স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে চালু হওয়ার পর তথ্যগত ভুলের কারণে অনেক শিক্ষকের ঈদ বা নববর্ষ ভাতা বকেয়া থেকে গেছে।

এ অবস্থায় বকেয়া উৎসবভাতা পরিশোধের জন্য ইএফটি বিল সাবমিট অপশন চালু করা হয়েছে।

আরও পড়ুন: ৫০তম বিসিএস প্রিলি আজ, ২ লাখ ৯০ হাজার চাকরিপ্রার্থী

অধিদপ্তর জানিয়েছে, যেসব শিক্ষক তথ্যগত ভুলের কারণে উৎসব ভাতা পাননি, তাদের দ্রুত বকেয়া উৎসব ভাতার বিল সাবমিট করতে হবে।

এছাড়া, ইএফটি চালুর পর তথ্য ভুলের কারণে যাদের এক বা একাধিক মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে, তাদেরও মাসভিত্তিক বকেয়া বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাউশি কর্মকর্তারা আশা করছেন, সংশ্লিষ্ট শিক্ষকরা দ্রুত প্রয়োজনীয় বিল সাবমিট করলে বকেয়া অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজ হবে।