ছোট পর্দায় ফিরছেন ইলিয়াস কাঞ্চন

ঢালিউড সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। রুপালি পর্দায় এখন আর আগের মতো নিয়মিত না হলেও দীর্ঘদিন পর ছোট পর্দা দিয়ে অভিনয় ফিরছেন এই অভিনেতা।
শনিবার (৩ ফেব্রুয়ারি) ‘রূপান্তর’ নামের একটি নাটকে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে। সুজাত শিমুলের রচনা এবং শুভ্র আহমেদের নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
ইলিয়াস কাঞ্চনকে কামরান আহমেদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার চরিত্রে দেখা যাবে । দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ ও নাতনিকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর কামরানের ভীষণ আক্ষেপ। কারণ কারও মধ্যেই কোনো শৃঙ্খলা নেই। তিনি সব সময় ভাবতেন, পরিবারের সবাই যদি শৃঙ্খলায় থাকত! কিন্তু এখন সেটা কী করে সম্ভব? সবাই তো অনেক বড় হয়ে গেছে!
একদিন সকালে ঘুম থেকে জেগে উঠে নিজেকে একজন শাসকের বেশে দেখতে পান কামরান। হাতে লাঠি নিয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করেন। সৈন্যদের মতো সিঙ্গেল লাইনে দাঁড় করান সবাইকে। এর পরই ঘটে নানান নাটকীয় ঘটনা।
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
ইলিয়াস কাঞ্চন ছাড়া এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নূপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার। বিটিভিতে আজ রাত ৯টায় প্রচারিত হবে ইলিয়াস কাঞ্চন অভিনীত নাটক ‘রূপান্তর’।