এবার লাল শাড়িতে ধরা দিলেন জয়া!

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৪ | আপডেট: ৮:৫৫ পূর্বাহ্ন, ০১ এপ্রিল ২০২৪
অভিনেত্রী জয়া আহসান। ছবিঃ সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান। ছবিঃ সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সোশ্যাল মিডিয়ায় সব সময়ই বোল্ড লুকে ধরা দিতে পছন্দ করেন তিনি। আর পোশাক নিয়ে খুব আলোচিত থাকেন। সম্প্রতি জয়া তার অফিশিয়াল পেজে রক্ত লাল জবার রঙে ধরা দিয়েছেন।

এপ্রিলের প্রথম দিনই সকাল সকাল ভক্তদের হৃদয় ছুঁয়ে দিয়েছেন অভিনেত্রী। টাঙ্গাইলের লাল শাড়ি আর ফুল হাতার ব্লাউজে রানির বেশে জয়াকে দেখে ইতিবাচক কমেন্টস করছেন ভক্তরা।

আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া

সোমবার (১ এপিল) সকাল সাড়ে ১০টায় একটি ছবি পোস্ট করেন জয়া। ওই ছবিতে দেখা যাচ্ছে, দেশের ঐতিহ্য তামা, কাসা, পিতলের বাসন কোসনের সামনে রানির মতো বসে আছেন অভিনেত্রী।

 

আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’

এমন ছবি দেখে এক ভক্ত জয়াকে লিখেছেন, চোখ ধাঁধানো সুন্দরী। আরেকজন লিখেছেন, তিনি রাণী।  সিনেমাজগতে দীর্ঘ সময় ধরে দুই বাংলায় রূপ আর অভিনয়ের রাজত্ব করছেন জয়া। সর্বশেষ কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর এবারের আসরে দুটি সিনেমায় অভিনয়ের জন্য মনোনয়ন পান তিনি। 

একটি কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী এবং অন্যটি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে। তবে দুটি মনোনয়নের মধ্যে পুরস্কার জিতেছেন ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় পার্শ্ব চরিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে।