হলিউডে এআই অভিনেত্রী ‘টিলি নরউড’ নিয়ে উষ্ণ বিতর্ক

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হলিউডে এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে পেশাদার কলাকুশলীরা যখন তাদের কাজ হারানোর ভয়ে আতঙ্কিত, ঠিক সেই সময়ে এআই নির্মিত এক অভিনেত্রী ‘টিলি নরউড’ প্রকাশ পেল। এই খবরটি ইন্ডাস্ট্রিজুড়ে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

আরও পড়ুন: ঢাকায় আজ দুই মঞ্চে চার ব্যান্ডের সঙ্গীত উৎসব

টিলি নরউডকে উন্মোচন করেছে ‘পার্টিকেল সিক্স’ নামের একটি এআই প্রোডাকশন স্টুডিও। এর স্রষ্টা হলেন অভিনেতাকমেডিয়ান ইলাইন ভ্যান ডার ভেল্ডেনসম্প্রতি তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, “টিলি নরউডকে প্রচলিত চলচ্চিত্র শিল্পে কারও চাকরি কেড়ে নেওয়ার জন্য তৈরি করা হয়নি। বরং, এই সিনথেটিক অভিনেত্রী ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মানুষের কাজের সুযোগ তৈরি করবে।”

আরও পড়ুন: ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন ভিকি কৌশল

ইলাইন আরও জানান, এআই বিনোদন এখন একটি স্বতন্ত্র ধারায় বিকশিত হচ্ছে। নরউডকে এই নতুন এআই ধারার একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে তৈরি করা হয়েছে এবং তিনি এই ক্ষেত্রের একটি তারকা হিসেবে উদ্ভাসিত হবেন।

তিনি বলেন, আমি চাই না টিলি নরউড সত্যিকারের অভিনেতাদের কাজ কেড়ে নিক। বরং তার নিজস্ব সৃজনশীল পথ থাকুক।

তবে, এআই নিয়ে দীর্ঘদিন ধরে ভীতিঅনিশ্চয়তা থাকায় হলিউড ইন্ডাস্ট্রির অনেকেই উদ্বিগ্নবিশেষ করে যারা চিত্রনাট্য পড়েন বা স্ক্রিপ্ট রিভিউ করেন, তাদের মধ্যে কাজ হারানোর আশঙ্কা দেখা দিয়েছেটিলি নরউড-এর আবর্তন এই ভীতিকে আরও তীব্র করতে পারে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।