ঢাকায় ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’ উদ্বোধন, নেতৃত্বে মেঘনা আলম

বাংলাদেশী নারীদের আন্তর্জাতিক নেতৃত্ব ও জলবায়ু সচেতনতার প্ল্যাটফর্ম হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’। মঙ্গলবার রাজধানীর ‘লা মেরিডিয়ান’ হোটেলে আয়োজিত জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম এই ফোরামের ঘোষণা দেন।
এই ফোরাম নারীদের নেতৃত্ব, পরিবেশবাদ এবং সামাজিক প্রভাব তৈরির একটি উদ্ভাবনী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে কাজ করবে। অনুষ্ঠানে জানানো হয়, ১৭ জুলাই থেকে ১৮ থেকে ২৬ বছর বয়সী অবিবাহিত, সুনামধন্য, পরিবেশ ও সমাজ সচেতন বাংলাদেশী নারীদের জন্য *www.missbangladesh.com*-এ আবেদনপত্র গ্রহণ শুরু হবে। প্রাথমিক স্ক্রিনিংয়ের পর ২৬ সেপ্টেম্বর ১০০ জন প্রার্থীকে লা মেরিডিয়ান ঢাকায় অডিশনের জন্য আমন্ত্রণ জানানো হবে।
আরও পড়ুন: বহু বছরের গোপন প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া
এরপর নির্বাচিত ২০ জন অংশগ্রহণকারীকে এক মাসব্যাপী একটি ফেলোশিপ প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হবে। এই ফেলোশিপের আওতায় থাকবে:নেতৃত্ব ও উদ্যোক্তা উন্নয়ন, প্রজনন ও মানসিক স্বাস্থ্যবিষয়ক অধিবেশন, ফিটনেস ও ব্যক্তিত্ব গঠনের কোচিং, প্লাস্টিক ও বর্জ্য পদার্থের সৃজনশীল পুনর্ব্যবহার বিষয়ক চ্যালেঞ্জ, চূড়ান্ত বিজয়ীকে ‘মিস বাংলাদেশ আর্থ ২০২৫’ খেতাব দেওয়া হবে এবং তিনি ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ২৫তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
গত বছর ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ১০ জন নারীকে নির্বাচিত করা হয়। এবার সেই উদ্যোগের পরিধি আরও সম্প্রসারিত হয়ে দাঁড়িয়েছে ‘মিস বাংলাদেশ ইমপ্যাক্ট ফোরাম ২০২৫’-এ, যা জলবায়ু কূটনীতি ও নারী নেতৃত্বের একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে তিশার উদ্দেশে শাওন বললেন, ‘নাটক কম করো পিও’
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. তাসিন আফরিন ডায়ানা, এসডিজি সমন্বয়কারী, মিস বাংলাদেশ ফাউন্ডেশন, তাহরিন জেরিন, আন্তর্জাতিক আইন উপদেষ্টা, আলিশা প্রধান, সিইও, হারনেট টিভি, নাসরিন সিরাজ অ্যানি, পিএইচডি, সহকারী অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, কনস্টান্টিনোস এস. গ্যাভ্রিয়েল, জেনারেল ম্যানেজার, লা মেরিডিয়ান ঢাকা, মেহরিন, কিংবদন্তি কণ্ঠশিল্পী, ক্যাটেরিনা ডন, সহ-প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক, চল পরি।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম বলেন, এই ফোরামটি নীরবতা, কলঙ্ক এবং বাধার বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করছি, পরিবেশ রক্ষা করছি এবং নেতৃত্ব গড়ে তুলছি। বাংলাদেশ করুণা নয়, শ্রদ্ধা ও অংশীদারিত্ব দাবি করে। আমরা সহানুভূতি নয়, সংহতি দাবি করি।
অংশীদার ও সহযোগী প্রতিষ্ঠান হসপিটালিটি পার্টনার: লা মেরিডিয়ান ঢাকা, মিডিয়া পার্টনার: হারনেট টিভিস্ট্র্যাটেজিক পার্টনার: হারনেট ফাউন্ডেশন, ইভেন্ট পার্টনার: ইভেন্টসিটি, পিআর পার্টনার: টাইমস পিআর, ওয়ারড্রোব পার্টনার: আনজারা, মিউজিক পার্টনার: অ্যাক্সপার্ট প্রোডাকশন, মেকওভার পার্টনার: লা বেল, ওয়েলনেস পার্টনার: ওয়েলনেস অ্যান্ড গ্রোথ হাব বাই মুন, গিফট পার্টনার: গার্নিস, ফটোগ্রাফি ও ভিডিও পার্টনার: ট্রিও ভিজ্যুয়ালস
এই ফোরাম জলবায়ু পরিবর্তন (SDG 13), লিঙ্গ সমতা (SDG 5) এবং বৈশ্বিক অংশীদারিত্ব (SDG 17) অর্জনে সহায়ক হবে। এটি নারীদের জলবায়ু নেতৃত্ব, সামাজিক দায়িত্ব এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।