কুয়েতে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৫ ও আহত ১১

গত দুইদিনে কুয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রবাসী নিহত এবং আহত হয়েছেন ১ জন বাংলাদেশিসহ অন্তত ১১ জন।
দেশটির স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় সময় রবিবার (৯ জুলাই) কুয়েত ৬ নং রোডে তিনটি গাড়ির ত্রিমুখী সংঘর্ষে ৪ জন মারা যান। তারা ৪ জন মিশরীয় নাগরিক।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে পাকিস্তানকে কঠিন হুঁশিয়ারি দিলেন মোদি
এ দুর্ঘটনায় আহত হয় একজন বাংলাদেশিসহ ৮ জন। চিকিৎসার জন্য প্যারামেডিকেল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের একজন চট্টগ্রামের বন্দর থানার বাসিন্দা বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
অপরদিকে, কুয়েতের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আরেকটি সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। দেশটির ফায়ার সার্ভিস বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা হতাহতদের তাত্ক্ষণিক পরিচয় জানাতে পারেনি।
আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য