জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, ৩ ভারতীয় সেনা নিহত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৩ | আপডেট: ৪:১৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠী হামলা করেছে। এ হামলায় ৩ ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কুলগাম বিভাগে দুই পক্ষের মধ্যে সম্মুখ লড়াই হয়। এতে ৩ সেনা নিহত হন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের দক্ষিণভাগের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে সন্ত্রাসীদের লুকিয়ে থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এটি ছিল পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান।

আরও পড়ুন: মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা, হতে পারে ৩০ বছরের কারাদণ্ড

এ সময় জঙ্গলের ভেতর থেকে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে ৩ সেনা আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে এক টুইট বার্তায় ভারতীয় সেনাবাহিনীর ১৫ কোর জানিয়েছে, ওই এলাকায় এখনও অভিযান চলছে।

আরও পড়ুন: ইউক্রেন চুক্তি নিয়ে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের তীব্রতা বৃদ্ধি করা হয়েছে।