নিউইয়র্কে মেয়র নির্বাচন

জোহরান মমদানি জিতলে তহবিল কমানোর হুঁশিয়ারি ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ১:২৫ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের শেষ মুহূর্তে উত্তেজনা আরও বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্তব্য। ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মমদানি জয়ী হলে নিউইয়র্ক সিটির জন্য ফেডারেল তহবিল সীমিত করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেন, যদি ‘কমিউনিস্ট সমর্থিত’ জোহরান মমদানি মেয়র হন, তাহলে শহরের উন্নয়ন ব্যাহত হবে। তাই ন্যূনতম বাধ্যতামূলক বাজেট ছাড়া অতিরিক্ত তহবিল দেওয়া হবে না।

আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প

জোহরান মমদানি নিউইয়র্কের কুইন্স জেলার প্রতিনিধিত্ব করা একজন তরুণ ডেমোক্র্যাট নেতা। গণপরিবহন, আবাসন সংস্কার ও নিম্নআয়ের মানুষের কল্যাণে তিনি সক্রিয় প্রচারণা চালিয়ে আসছেন। তিনি নিজেকে ‘ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট’ হিসেবে পরিচয় দিলেও ট্রাম্পসহ ডানপন্থি সমর্থকরা তাকে ‘কমিউনিস্ট’ বলে আখ্যায়িত করছেন।

আগামী মঙ্গলবার নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে পাঁচ মিলিয়নের বেশি ভোটার ভোট দেবেন। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, জোহরান মমদানি এগিয়ে আছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার থেকে।

আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন

ট্রাম্প তার সমর্থকদের কুয়োমোকেই সমর্থন দিতে আহ্বান জানিয়েছেন। তার দাবি, রিপাবলিকান প্রার্থীকে ভোট দিলে বিভাজন সৃষ্টি হবে, যার ফলে মমদানির জয়ের সম্ভাবনা বেড়ে যাবে।

মমদানি ধনীদের ওপর কর বৃদ্ধি, সরকারি বাসস্থান সম্প্রসারণ এবং স্থিতিশীল ভাড়ানীতির পক্ষে অবস্থান নিয়েছেন। এসব নীতি শহরের কিছু ব্যবসায়িক গোষ্ঠীর উদ্বেগ সৃষ্টি করলেও তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ধারাবাহিকভাবে বাড়ছে।