ইমরান খানের মৃত্যু নিয়ে গুঞ্জন
বিক্ষোভের ডাক পিটিআইয়ের, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে ‘কারাগারে মারা গেছেন’—এমন গুঞ্জন কয়েকদিন ধরে জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে কোনো তথ্য দিচ্ছে না দেশটির সরকার বা কারা কর্তৃপক্ষ। পরিবারের সদস্যরাও দীর্ঘদিন ধরে ইমরানের সঙ্গে দেখা করতে পারেননি বলে জানা গেছে।
এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ ও অবস্থান জানতে দাবিতে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। বিক্ষোভ ঠেকাতে স্থানীয় প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে, যা তিনদিন (১–৩ ডিসেম্বর) বলবৎ থাকবে।
আরও পড়ুন: 'ফিফা শান্তি পুরস্কার’ পেলেন ডোনাল্ড ট্রাম্প
পিটিআই চেয়ারম্যান ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।
রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চীমার জারি করা নির্দেশনা অনুযায়ী—
আরও পড়ুন: ডনবাস ইস্যুতে কোনো ছাড় নয়, কঠোর অবস্থানে পুতিন
* পাঁচজন বা ততোধিক মানুষের যেকোনো সমাবেশ, বিক্ষোভ, র্যালি, শোভাযাত্রা ও জনসভা নিষিদ্ধ।
* নাগরিকদের অস্ত্র, লাঠি, শূল, পেট্রোল বোমা বা সহিংসতায় ব্যবহারযোগ্য যেকোনো বস্তু বহন নিষিদ্ধ।
* অস্ত্র প্রদর্শন ও উসকানিমূলক বা বিদ্বেষপূর্ণ বক্তব্যদান নিষিদ্ধ।
* পুলিশের আরোপ করা নিষেধাজ্ঞা ভাঙার বা অপসারণের চেষ্টা করা যাবে না।
* মোটরসাইকেলে পেছনে আরোহী বহন নিষিদ্ধ।
* মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।
এসব পরিস্থিতির কারণে ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ ও জল্পনা আরও বেড়েছে।





