প্রধান বিচারপতির প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিলে এটি কবে থেকে কার্যকর হবে
বুধবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ প্রশ্ন তোলেন, “যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিই, এটি কবে থেকে কার্যকর হবে?”
তিনি আরও বলেন, আপিল বিভাগ কোনো সাময়িক সমাধান চায় না, বরং এমন সমাধান চাই যাতে এটি বারবার বিঘ্নিত না হয় এবং সুদূরপ্রসারী প্রভাব রাখে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা: হাইকোর্ট
এইদিন সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের দ্বিতীয় দিনের রিভিউ শুনানি শুরু হয়। প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
এর আগে বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে খায়রুল হকের দেয়া রায় বিতর্কিত উল্লেখ করে তা বাতিল চাওয়া হয়। রিভিউ আবেদন করেছে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি মিলিয়ে মোট পাঁচটি আবেদন।
আরও পড়ুন: ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে জাতীয় সংসদে অন্তর্ভুক্ত হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এই সংশোধনী অবৈধ ঘোষণা করে বাতিল করেন। পরবর্তীতে পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশ করা হয়।
গুরুত্বের সঙ্গে লক্ষ্যযোগ্য, গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে।





