আজ বিশ্ব পুরুষ দিবস

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩১ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিবার, সমাজ ও বৈশ্বিক পরিমণ্ডলে পুরুষ ও বালকদের ইতিবাচক অবদানকে সম্মান জানাতে আজ বুধবার (১৯ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক পুরুষ দিবস বা বিশ্ব পুরুষ দিবস। বিশ্বের ৭০টিরও বেশি দেশে এই দিবসটি পালন করা হচ্ছে নানা অনুষ্ঠান ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে।

আরও পড়ুন: জেনে নিন এক কাপ আদা পানি খাওয়ার উপকার কী?

দিবসটির প্রধান উদ্দেশ্য হলোপুরুষ ও বালকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষা, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, সমাজে পুরুষদের ইতিবাচক ভূমিকা তুলে ধরা, এবং পরিবার ও সমাজে তাদের প্রতি সুস্থ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা।

আরও পড়ুন: যে ছয় অভ্যাস অজান্তেই নষ্ট করে দিতে পারে সম্পর্ক

আন্তর্জাতিক পুরুষ দিবসের ধারণাটি প্রথম সামনে আনেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক টমাস ওস্টার, ১৯৯২ সালে। তখন ফেব্রুয়ারিতে দিবসটি পালন করা হলেও ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজএর ইতিহাসবিদ জেরোম তিলক সিং দিবসটি আনুষ্ঠানিকভাবে ১৯ নভেম্বর নির্ধারণ করেন।

একই বছরের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, ডেনমার্ক, নরওয়েসহ বিশ্বের ৭০টিরও বেশি দেশে দিবসটি জনপ্রিয়ভাবে পালন করা হচ্ছে।

বিশ্বব্যাপী নানান সেমিনার, আয়োজন ও ক্যাম্পেইনের মাধ্যমে দিনটি পুরুষদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা, দায়িত্ব এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছে।