বাংলাবাজার অনুসন্ধান রিপোর্ট

উচ্ছেদ হচ্ছে আলোচিত সেই সাদেক এগ্রো

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ন, ২৬ জুন ২০২৪ | আপডেট: ৫:১৭ পূর্বাহ্ন, ২৭ জুন ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খানদানি ও শত বছরের বংশীয় গরু ছাগলের প্রতারণা করে কোটি টাকার গরু ও ১৫ লাখ টাকার ছাগল বিক্রি করে আলোচনায় আসে সাদিক এগ্রো। সাদিক এগ্রো এর প্রতারণা নিয়ে বাংলাবাজার পত্রিকায় একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি সরকারের উচ্চ মহলের নজরে আসায় তদন্ত করে দখলবাজ সাদিক অ্যাগ্রোর স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। রাজধানীর মোহাম্মদপুরে খাল ও সড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত এ খামারে বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এই অভিযান পরিচালনা করা হবে।

বুধবার (২৬ জুন) সাদিক অ্যাগ্রোতে অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়েছে। প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠি ডিএমপিকে দেওয়া হয়।

আরও পড়ুন: নগরজুড়ে অবৈধ সিসাবার, স্পা জুয়াসহ নানা অনৈতিক কর্মকাণ্ড

চিঠিতে বলা হয়, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল-৫–এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধসংলগ্ন আশপাশের অবৈধ স্থাপনাসহ খাল ও সড়কের জায়গায় সাদিক অ্যাগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ সময় তিন প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও এক প্লাটুন নারী পুলিশ ফোর্স প্রয়োজন হবে।

এ বিষয়ে গণমাধ্যমকে ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫–এর এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আছে, তারা (সাদিক অ্যাগ্রো) রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে। এর আগেও তাদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু খামার কর্তৃপক্ষ এসব কোনো বিষয়ে তোয়াক্কা করেনি।

আরও পড়ুন: মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে যা বললেন পরিবেশ উপদেষ্টা