পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৪ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ২৪ জুলাই ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিস্থিতি স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে‌ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সহিংসতায় পুলিশ ফায়ারিং ওপেন করার পর কতজন মারা গেছে তার হিসাব পাওয়া যায়নি। থানায় মামলাও করতে কেউ আসেনি।

আজ বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি

এসময় সহিংসতায় নিহত তিন পুলিশ ও ১ আনসার সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবার মৃতদেহ তারাই সরিয়ে নিয়েছে কিনা জানা নাই। তাই সঠিক হিসাব নাই। পুলিশ বাহিনী তালিকা করছে কতজন মারা গেছে।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

যারা সহিংসতা করেছে এই গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

তিনি বলেন, এই হামলা ছিল সুপরিকল্পিত। কারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তা এখন স্পষ্ট। দুবাইয়ের প্রবাসীরা কোটা নিয়ে কেন বিদ্রোহ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব বাংলাদেশি দুবাইয়ে বিদ্রোহ করেছে তাদের বিষয়ে দুবাই সরকার তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আজ দুবাইয়ের রাষ্ট্রদূত সাক্ষাত করেছেন। তাকে বলেছি, তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে।