নিজেকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণায় অনিচ্ছুক ড. ইউনূস: প্রধান উপদেষ্টার প্রেস উইং
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণা করার বিষয়ে হাইকোর্টে রুল জারি হলেও তিনি নিজে এমন কোনো উপাধি চান না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (১৫ জুলাই) পাঠানো এক বিবৃতিতে প্রেস উইং জানায়, “সরকারের নজরে এসেছে যে, হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে একটি রুল জারি করেছেন। তবে অধ্যাপক ইউনূস স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি চান না তাকে এমন কিছু ঘোষণা করা হোক। সরকারেরও এমন কোনো পরিকল্পনা নেই।”
আরও পড়ুন: ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'
বিবৃতিতে আরও বলা হয়, রুলের অনুলিপি পাওয়ার পর সরকার আনুষ্ঠানিকভাবে জবাব দেবে। একইসঙ্গে, রিট আবেদনটি রিট আবেদনকারী নিজ উদ্যোগেই দায়ের করেছেন বলে ধারণা করা হচ্ছে। কীসের ভিত্তিতে এমন নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়, এবং বিষয়টি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় পর্যালোচনা করবে।
এর আগে, সোমবার (১৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। রিটটি দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এমদাদুল হক।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
রুলে জনপ্রশাসন, মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা এবং আইন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “রাষ্ট্রীয় সংস্কারে ভূমিকা রাখার জন্য ইউনূসকে যে উপাধি দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে, তা সম্পূর্ণভাবে রিটকারীর ব্যক্তিগত মত। সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।”





