ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের টানা আকাশ মহড়া শুরু

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৯ পূর্বাহ্ন, ২৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে কয়েক দিনব্যাপী সামরিক আকাশ মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর অংশ নাইন্থ এয়ার ফোর্স (অ্যাফসেন্ট) এই মহড়া পরিচালনা করছে।

সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, এই মহড়ার মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যজুড়ে দ্রুত বিমান ও জনবল মোতায়েন, বাহিনী ছড়িয়ে দেওয়া এবং যুদ্ধক্ষমতা বজায় রাখার সক্ষমতা যাচাই করা। একই সঙ্গে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার এবং যেকোনো সম্ভাব্য পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার প্রস্তুতি নিশ্চিত করাও এই মহড়ার লক্ষ্য।

আরও পড়ুন: গাজায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহতের কথা স্বীকার ইসরায়েলের

অ্যাফসেন্ট জানায়, মহড়ার অংশ হিসেবে একাধিক জরুরি ঘাঁটিতে ছোট ও দক্ষ সহায়ক দল মোতায়েন করা হবে। পাশাপাশি দ্রুত বিমান ওঠানামা, রসদ সরবরাহ এবং লজিস্টিক সক্ষমতাও পরীক্ষা করা হবে। সব কার্যক্রম স্বাগতিক দেশগুলোর অনুমোদন নিয়ে এবং সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক বিমান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এর একদিন আগেই মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন এবং এর সঙ্গে থাকা সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছায়। বিশ্লেষকদের মতে, এর ফলে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব হবে ‘দ্রুত ও চূড়ান্ত’—ইরানের সেনাবাহিনী

ইরান–যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই মহড়া মধ্যপ্রাচ্যে নতুন করে কৌশলগত উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।