জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির অনৈক্যে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের উদ্বেগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫ | আপডেট: ২:২৬ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জনপ্রশাসনের অভ্যন্তরে ফ্যাসিবাদী শক্তির অব্যাহত প্রভাব এবং প্রধান উপদেষ্টার আহ্বানের পরও উপদেষ্টাদের মধ্যে মতবিরোধ গভীর উদ্বেগের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। মঙ্গলবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরাম জানায়, “ফ্যাসিবাদ মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার জন্য প্রধান উপদেষ্টার আহ্বান” শীর্ষক সংবাদটি তাদের দৃষ্টি আকর্ষণ করেছে, যা গোটা জাতিকে উদ্বিগ্ন করেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকার দায়িত্ব গ্রহণের এক বছর পার হলেও জনপ্রশাসনে ফ্যাসিবাদী আমলাদের সরিয়ে একটি নিরপেক্ষ প্রশাসন গঠনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, উপদেষ্টা কমিটির কিছু সদস্য সেই প্রক্রিয়ায় একমত নন। বরং তারা ফ্যাসিবাদী আমলাদের বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছেন এবং কেউ কেউ তাদের পক্ষে আধা-সরকারি চিঠিও দিয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রাম কাস্টম হাউজে একযোগে ২৯ কর্মকর্তার বদলি

ফোরামের দাবি, “২-৩ জন মাননীয় উপদেষ্টা নিজেদের নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে এবং ছাত্র-জনতার রক্তের সঙ্গে বেঈমানী করে খুনি, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট আমলাদের রক্ষা করছেন। এসব উপদেষ্টারা হাসিনা সহযোগীদের পুনর্বাসনের অপচেষ্টা করছেন।”

এছাড়া গোপালগঞ্জের অনাকাঙ্ক্ষিত ঘটনা, মাইলস্টোন স্কুল দুর্ঘটনা এবং সচিবালয়ে ভাঙচুরের মতো সাম্প্রতিক অস্থিরতার পেছনে প্রশাসনের একটি চক্রের ষড়যন্ত্র ও নিস্ক্রিয়তা কাজ করছে বলেও বিবৃতিতে অভিযোগ করা হয়। ফোরাম জানায়, উপদেষ্টাদের মতবিরোধের কারণে কিছু মন্ত্রণালয়ে সচিব পদ শূন্য, কিছু ক্ষেত্রে ভারপ্রাপ্ত সচিব দিয়ে চলমান কার্যক্রমে ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়েছে। এতে প্রশাসনের কার্যকারিতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: ১৫ আগস্ট ঘিরে আ. লীগ-ছাত্রলীগকে সড়কে নামতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

ফোরাম আরও দাবি করে, “জনপ্রশাসনের বিভিন্ন স্তরে বর্তমানে বিশৃঙ্খলা বিরাজ করছে। উপদেষ্টাদের অনৈক্য এবং ফ্যাসিবাদী আমলাদের রক্ষা করার এই প্রবণতা রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে তুলছে।”

বিবৃতির শেষ অংশে ফোরামের পক্ষ থেকে বলা হয়, যারা ছাত্র-জনতার আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করছেন এবং প্রশাসনে ফ্যাসিস্টদের রক্ষা করছেন, সেই সকল উপদেষ্টার অপসারণ এবং প্রশাসনে থাকা সকল ফ্যাসিবাদী, খুনি ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে অবিলম্বে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে ফোরাম।