পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পূর্বঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
মির্জা ফখরুল বলেন, “উনি আমাদের ডেকেছিলেন এ জন্যই— নির্বাচন সঠিক সময়েই হবে, সেটি নিশ্চিত করতে। এ নিয়ে কারও মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়।”
সম্প্রতি গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, “এটা গর্হিত কাজ। আমরা পরিষ্কারভাবে বলেছি, এটি অত্যন্ত উদ্বেগজনক। এর গভীর তদন্ত হওয়া দরকার। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তও জরুরি।”
আরও পড়ুন: চিকিৎসকেরা নিশ্চিত করলেই এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে খালেদা জিয়াকে: মির্জা ফখরুল
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যে, নির্বাচন বিলম্বিত করার উদ্দেশ্যে এ ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে।
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “যে শিডিউল ঘোষণা করা হয়েছে, সেই অনুযায়ীই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা এ ব্যাপারে বিএনপির সাথে একমত হয়েছেন।”
জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল জানান, এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পূর্ণ তার এখতিয়ারের মধ্যে পড়ে। “দেশের সবচেয়ে বড় দলের নেতার সঙ্গে প্রধান উপদেষ্টা কথা বলতেই পারেন। এটি তার নিজস্ব অধিকার,” মন্তব্য করেন তিনি।





