শাহবাগে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ঢাকার শাহবাগে পরমাণু শক্তি কেন্দ্রে দুই দিনব্যাপী “পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৫” এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
আরও পড়ুন: ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোঃ মজিবুর রহমান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, পরমাণু শক্তি কমিশনের সদস্য (ভৌত বিজ্ঞান) ড. দেবাশীষ পাল, কমিশনের পরিচালক এবং বিভিন্ন স্তরের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের উদ্যোগে আয়োজিত এই মেলা “তারুণ্যের উৎসব-২০২৫” এর অংশ হিসেবে ২৫ ও ২৬ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির
মেলার ১১টি স্টলে কমিশনের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের গবেষণা, উন্নয়ন কার্যক্রম ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে—খাদ্য প্রযুক্তি, কৃষি, পরিবেশ, শিল্প, স্বাস্থ্য ও চিকিৎসা, পরমাণু বিদ্যুৎ উৎপাদন, পরমাণু প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ।
সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিজ্ঞানানুরাগীরা পরমাণু বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে সরাসরি তথ্য জানতে পারবেন।
উদ্বোধনী দিনে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় তিনশ’র বেশি শিক্ষার্থী মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার ব্যবস্থাও রাখা হয়েছে।
মেলাটি ২৫ ও ২৬ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত।





