সরকার দলীয় লোকজন অপরাধ করে পার পেয়ে যায়- মুফতী ফয়জুল করীম

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৪ | আপডেট: ১১:৩৩ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সরকার দলীয় লোকজন বড় বড় অপরাধ করেও পার পেয়ে যায়। অপরদিকে অনেক আলেম-ওলামা এবং নিরীহ নিরাপরাধ মানুষ অপরাধ না করেও বছরের পর বছর কারাগারে অন্তরীণ থাকে, সহ্য করা যায় না। তিনি বলেন, মানুষ ভাত ও ভোটের অধিকার থেকে বঞ্চিত। ন্যায় বিচার পাচ্ছে না। দলের লোক হলে সব সুবিধা তাদের জন্য। দল না করলে, তাদের কোন অধিকারই নাই।

তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। দলমত নির্বিশেষে সকলের কল্যাণে ইসলাম নিবেদিত। আজকে দুর্নীতি দম কমিশনের কাজ হলো দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ করা। কিন্তু দুদকই সবচেয়ে দুর্নীতিবাজ। দুদকের বিরুদ্ধে দুর্নীতির বড় মামলা হয়, দেশ কিভাবে দুর্নীতিমুক্ত হবে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে যারা নিয়োজিত তারাই মাদক পাচার, মাদক সেবন, সরবরাহে জড়িত।

আরও পড়ুন: খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

সোমবার (২২ এপ্রিল) লক্ষীপুর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখা আয়োজিত নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্ত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল বশর আজিজী। সংগঠনের জেলা সভাপতি মো. রেদওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, সেক্রেটারী মাওলানা মহিউদ্দিনসহ জেলা ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলনসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আরও পড়ুন: সংস্কার সংস্কার করে কালক্ষেপণ করলে ভয়ংকর বিপদ ডেকে আনবে: রিজভী

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর বলেন, মন্দিরে আগুন দেয়ার ঘটনা সমর্থন যোগ্য নয়। মন্দিরে আগুনের বিচার আমরাও চাই। কিন্তু যারা নিরীহ নিরাপরাধ দুই সহোদরসহ তিনজনকে পিটিয়ে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে ব্যর্থ হলে সারাদেশে প্রতিবাদের আগুন জ্বলে উঠবে।

মুফতী ফয়জুল করীম বলেন, দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে সবাই সুখে শান্তিতে ববসাস করতে পারবে। সব দল-মতের মানুষ ধর্মীয় অধিকার ফিরে পাবে। ক্ষুধা, দারিদ্রতা থাকবে না। কেউ খেয়ে, কেউ না খেয়ে মানবেতর জীভন যাপন করতে হবে না। কেউ হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে সেকেন্ড হোম বানাতে পারবে না। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলে, কেউ অতি আয়েশী জীবন যাপন করবে, আর কেউ না খেয়ে বস্তিতে-ঝুঁপড়িতে মানবেতর জীবন যাপন করতে হবে না।

ইসলামী আন্দোলনের নায়েবে আমীর বলেন, চলমান আইনে কেউ বড়ধরনের অপরাধ করে পার পেয়ে যায়, আবার কেউ অপরাধ না করেও বছরের পর বছর কারাবরণ করে। রাষ্ট্র নাগরিক অধিখার কেড়ে নেয়। ইসলামের অনুশাসন মেনে চললে এবং দেশের সম্পদের সুসম বন্টন হলে, দেশে কোন অভাব থাকবে না। তিনি বলেন, দেশের একজন আমলা হাজার হাজার কোটির টাকার মালিক হয় কীভাবে?