জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোফায়েল আহমেদ
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ জীবিত আছেন, তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন তার মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান।
শনিবার (৪ অক্টোবর) রাতে ডা. তৌহিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, “রাত ৮টার দিকে ওনার অবস্থা খারাপের দিকে চলে গিয়েছিল; প্রেশার ও পালস অনেক কমে গিয়েছিল। পরে কিছুটা স্থিতিশীল হয়েছে। তবে ওনার অবস্থা এখনও ক্রিটিক্যাল, আগের চেয়ে অবনতি হয়েছে। কিন্তু তিনি জীবিত আছেন।”
আরও পড়ুন: মেডিকেল বোর্ডের অনুমতি পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স
এদিকে, গত কয়েক দিনের মতো শনিবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তোফায়েল আহমেদের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন তার পরিবার ও ঘনিষ্ঠ সূত্র।
হাসপাতালে অবস্থানরত তার সাবেক ব্যক্তিগত সহকারী বলেন, “স্যার এখনো লাইফ সাপোর্টে আছেন। কোনো কিছু ঘটলে পরিবার থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
আরও পড়ুন: বেগম খালেদা জিয়া সম্পর্কে জনমনে উদ্বেগ বেড়েছে
এর আগে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভুলবশত তার মৃত্যুর একটি সংবাদ শেয়ার করা হয়েছিল, যা পরবর্তীতে মুছে ফেলা হয়। বিষয়টিকে ‘পীড়াদায়ক’ বলে মন্তব্য করেছেন তোফায়েল আহমেদের স্বজনরা।
উল্লেখ্য, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তোফায়েল আহমেদ। স্ট্রোকজনিত কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে এবং তিনি দীর্ঘদিন ধরে হুইলচেয়ারে চলাফেরা করছিলেন।





