দেশে কোরআন-সুন্নাহর বিপরীতে কোনো কাজ হবে না: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ করা হবে না।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলন–এ তিনি এই মন্তব্য করেন।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
সালাহউদ্দিন বলেন, “উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়া রাষ্ট্রের কাউকেই গ্রেপ্তার করা যায় না, আর ইমাম-খতিব তো দূরের কথা। বিগত ফ্যাসিস্ট সরকার ইসলাম বিদ্বেষী ছিল।”
তিনি রাজনৈতিক প্রয়োজনে মসজিদকে ব্যবহার করার প্রবণতা বন্ধ করারও আহ্বান জানান। তিনি বলেন, “দুনিয়ার কোনো কার্যক্রম যেন মসজিদে প্রশ্রয় না পায়। রাজনৈতিক চর্চার যথেষ্ট জায়গা রয়েছে। ইমামদের বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত।”
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
সালাহউদ্দিন সম্মেলনে উপস্থিত সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দেন এবং বলেন, দেশের নবযাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে।





