ধানের শীষ প্রতীক সনাতন ধর্মাবলম্বীদের ভাগ্যোন্নয়নের নিশ্চয়তা দিতে পারে: শাহ রিয়াজুল হান্নান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেছেন, ধানের শীষ প্রতীক সনাতন ধর্মাবলম্বী মা-বোনদের ভাগ্যোন্নয়নের নিশ্চয়তা দিতে পারে। বিগত ফ্যাসিবাদী সরকারের কারনে দীর্ঘ ১৭ বছর আপনাদের কাছে আসতে পারিনি। তুলনামূলক ভাবে কাপাসিয়ার তেমন কোন উন্নয়ন হয়নি। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে বিগত দিনে বিএনপি ছাড়া কেউ কাজ করেনি। আমার পরিবার বংশ পরম্পরায় কাপাসিয়ার উন্নয়নে ভূমিকা রেখেছেন। আমার দাদা মরহুম ফকির আব্দুল মান্নান পাকিস্তান আমলে মন্ত্রী থাকাকালীন এ অঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছিলেন।
১৯৯১ সালে আপনাদের ভোটে আমার প্রয়াত পিতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্ নির্বাচিত হয়েছিলেন। তখন আপনাদের সাথে নিয়েই কাপাসিয়ার সার্বিক উন্নয়নে কাজ করেছেন। আগামী নির্বাচনে আমাকে যদি নির্বাচিত করে সংসদে পাঠান, তাহলেই আপনাদের জন্য কাজ করতে পারবো। আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের গুরুত্ব অপরিসীম। আপনাদের ভোটখানাই ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে পারে। তাই নিসংকোচে সবাই শতস্ফুর্ত ভাবে কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।
আরও পড়ুন: জাপা-জেপির নেতৃত্বে ১৬ দলের রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ সোমবার
শাহ রিয়াজুল হান্নান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৫ ডিসেম্বর শুক্রবার বিকালে কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইকুরিয়ার বর্মণপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে উঠান বৈঠকে সমবেত নারী-পুরুষের উদ্দেশ্যে এসব কথা বলেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল আলম কিরণের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুতফুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহীদুল্লাহ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রমুখ।





