ক্ষমতায় এলে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

রিকশা ও অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪১ পূর্বাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রিকশা, ভ্যান ও অটোচালকদের কষ্ট, দুর্দশা ও নানা ধরনের হয়রানির কথা মনোযোগ দিয়ে শুনেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এই আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেওয়া চালকরা তারেক রহমানের কাছে তাদের দৈনন্দিন জীবনের সংগ্রাম, আয়সংকট এবং বিভিন্ন পর্যায়ে হয়রানির অভিজ্ঞতার কথা তুলে ধরেন। নেতাকে কাছে পেয়ে তারা খোলামেলা ভাবে নিজেদের দুঃখ-কষ্টের কথা জানান।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

তারেক রহমান গভীর মনোযোগ দিয়ে চালকদের বক্তব্য শোনেন এবং অমানুষিক পরিশ্রমের মাধ্যমে নগরবাসীকে সেবা দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি চালকদের পরিবারের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।

এ সময় তিনি নগর শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তারেক রহমান বলেন, শহরের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান

মতবিনিময় সভায় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। তারেক রহমান জানান, পারিবারিক স্বচ্ছলতা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন সরকারি সুবিধা সরাসরি অস্বচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে।

এ ছাড়া দেশ ও জনগণের কল্যাণে বিএনপির বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আসন্ন নির্বাচনে চালকদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন বিএনপির চেয়ারম্যান।