রাস্তায় নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ১৫ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের সঙ্গে আকস্মিকভাবে কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার পথে শিক্ষকদের একটি জটলা দেখে তিনি গাড়ি থামান এবং নিচে নেমে সরাসরি তাদের সঙ্গে কথা বলেন।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগপ্রক্রিয়া, আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক দুর্দশা সম্পর্কে শিক্ষকদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন তিনি। শিক্ষকদের সমস্যাগুলোকে "গুরুত্বপূর্ণ ও মানবিক" বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকারে সমাধানের আশ্বাস দেন।

আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল

শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তারেক রহমান বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থার মূল চালিকাশক্তি শিক্ষকরা। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

তার হঠাৎ উপস্থিতি এবং মানবিক আচরণ দেখে আন্দোলনরত নিয়োগপ্রত্যাশী শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, রাজনৈতিক নেতাদের মধ্যে এভাবে সরাসরি রাজপথে নেমে সাধারণ মানুষের কথা শোনা একটি ইতিবাচক দৃষ্টান্ত।

আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান