রোনালদোর হ্যাটট্রি, আল নাসর জিতল ৫-০ গোলে

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৩ | আপডেট: ৬:০৮ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগের দুই ম্যাচে জয় না পাওয়া দলটি লিগের তৃতীয় ম্যাচে ক্রিশ্চিয়ান রোনালদোর হ্যাটট্রি ও সেনেগালের তারকা সাদিও মানের জোড়া গোলে সৌদি প্রো লিগে নিজেদের প্রথম জয় পেয়েছে আল-নাসর।

আল-ফতেহ এর বিপক্ষে আল-নাসর জিতেছে ৫-০ গোলের বড় ব্যবধানে। 

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

আল ফাতেহ এক জয় এক ড্রয়ে চার পয়েন্ট তুলেছিল। ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোল করে আল নাসর। বায়ার্ন মিউনিখ থেকে প্রো লিগে আসা সেনেগাল স্টার সাদিও মানে দলকে প্রথম লিড এনে দেন। তাকে গোলে সহায়তা দেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচের ৩৮ মিনিটে ওই রোনালদো পেয়ে যান গোল। দলকে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে গোল করেন পর্তুগিজ যুবরাজ। দলকে তুলে নেন বড় জয়ের পথে। 

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

দলের পক্ষে চতুর্থ গোল করেন সাদিও মানে। ম্যাচের ৮১ মিনিটে গোল করেন সাবেক এই লিভারপুল তারকা। এরপর আল নাসরের হয়ে শেষ গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার হ্যাটট্রিক সূচক গোলটি আসে ম্যাচের ৯৬ মিনিটে। দুই গোলে সহায়তা দেন সৌদির ফরোয়ার্ড আব্দুররহমান গারিব।

এদিনের পর ৩ ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে আল নাসরের অবস্থান লিগের ১২ নম্বরে। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে তুলে এক ও দুইয়ে আছে আল ইত্তিহাদ ও আল আহলি।