বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৭:০৩ পূর্বাহ্ন, ২০ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা দুপুর দুইটায় মাঠে নামবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দক্ষিণ আফ্রিকায় ২০২০ সালে প্রথম যুব বিশ্বকাপ জিতেছিল। এ-গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। 

গত মাসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।

আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

এরপর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতেন মাহফুজুর রহমান রাব্বিরা। সেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে গেছে দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর বলেন, ‘আমরা সাধারণ একটা ম্যাচের মতো করে খেলতে চাই। আমাদের ভালো প্রস্তুতি রয়েছে। ভারতের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’ গ্রুপপর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২২ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে, ২৬ জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই: নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।