মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করল বিটিআরসি
মোবাইল ফোনের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সেবা গ্রহণে ব্যবহারকারীদের সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এনইআইআরসংক্রান্ত সব ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র বিটিআরসি নির্ধারিত ওয়েবসাইট ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিটিআরসি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে।
আরও পড়ুন: হ্যাকারদের ফাঁদ ঠেকাতে হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনইআইআরসংক্রান্ত সব সেবা গ্রহণের জন্য শুধুমাত্র বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট neir.btrc.gov.bd ব্যবহার করতে হবে। অনুমোদনহীন কোনো ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করার জন্য মোবাইল ব্যবহারকারীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, বিভ্রান্তিকর বা অননুমোদিত লিংকের মাধ্যমে এনইআইআর সেবা নিতে গিয়ে কোনো ধরনের ফি প্রদান করবেন না। কারণ এনইআইআরসংক্রান্ত সব সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: আদালতে প্রযুক্তি জগতের দুই জায়ান্ট মেটা ও ইউটিউব
বিটিআরসি সংশ্লিষ্টরা জানান, প্রতারক চক্র ভুয়া ওয়েবসাইট ও লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের চেষ্টা করতে পারে। তাই মোবাইল ফোন নিবন্ধন বা যাচাই সংক্রান্ত যেকোনো প্রয়োজনে শুধুমাত্র সরকারি নির্ধারিত প্ল্যাটফর্ম ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।





