কক্সবাজারেই আশ্রয়কেন্দ্রে দুই লাখ মানুষ

Shakil
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৩ | আপডেট: ৬:০৩ পূর্বাহ্ন, ১৪ মে ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে। মোখা থেকে রক্ষা পেতে কক্সবাজারেই বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থা নিয়েছেন প্রায় দুই লাখ মানুষ।

শনিবার (১৩ মে) রাতে বিষয়টি জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

তিন সমুদ্রবন্দরকে আট নম্বর মহাবিপদ সংকেত দেখানো বলার পরই হুঁশ ফেরে কক্সবাজারের বাসিন্দাদের। পরিবারের সব সদস্যসহ অনেকে হাঁস-মুরগি, গরু-ছাগলও নিয়ে এসেছেন আশ্রয়কেন্দ্রে।

বিভীষণ কান্তি দাস বলেন, মোখা মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এরইমধ্যে অতি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এসব বাসিন্দারা সঙ্গে করে গবাদিপশুও নিয়ে এসেছেন। ঝঁকিতে থাকা সব মানুষকে নিরাপদ স্থানে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা মাইকিং করে মানুষকে আশ্রয়কেন্দ্রে ডাকছেন। রাতেই আরও অনেকে আশ্রয়কেন্দ্রে আসবেন আশা করছি।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে

কক্সবাজার জেলায় ৫৭৬টি আশ্রয়কেন্দ্র রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও অর্ধশত আবাসিক হোটেল ও বহুতল ভবনকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

এই কর্মকর্তা জানান, সেন্টমার্টিন দ্বীপের প্রায় সব বাসিন্দা ও অন্য যারা এখানে ছিলেন তাদের সবাইকে আশ্রয়কেন্দ্রে নেওয়া গেছে। বর্তমানে দ্বীপের ৪৩০৩ বাসিন্দাকে ৩৭টি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের জন্য খাবার, জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। তাদের সঙ্গে মেডিকেল টিম দেওয়া হয়েছে।