মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলার পূর্ব গোয়ালবাড়ীর একটি ঘরের উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এতে স্বামী-স্ত্রী ও সন্তানসহ পরিবারের ৫ জনের মৃত্যু হয়। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
নিহতরা হলেন, বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান, তার এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী
জুড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে
তিনি বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে। মরদেহগুলো জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।