কলেজে বিশৃঙ্খলার চেষ্টায় ছাত্রলীগসহ আটক ২

মানিকগঞ্জের হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ এক নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হরিরামপুরের সরকারি বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটককৃতরা হলেন,সরকারি বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের ৩নং যুগ্ম আহ্বায়ক তীর্থ চৌধুরী (২২) এবং বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে অনিক আহমেদ (২০)।
তারা দুজনেই সরকারি বিচারপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় কলেজের শিক্ষার্থী।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শাহীনুর রশিদ জানান,দুপুরে ক্লাস নেওয়ার সময় হঠাৎ করে কলেজ ক্যাম্পাসে হট্টগোলের শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। এরপর ছাত্রদলের সাবেক-বর্তমান নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা ছুটে আসে। এসময় ছাত্রদল নেতা ও সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে। ওই দুই শিক্ষার্থী কলেজে ঢুকে বিশৃঙ্খলার চেষ্টা করে। তখন তাদেরকে আটক করে পুলিশকে ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। ছাত্রদলের নেতা পরিচয়ে কলেজে বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টার সময় শিক্ষার্থীরা ওই দুইজনকে গনপিটুনি দিয়েছে বলেও কলেজ প্রধান জানান।
হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান জানান,কলেজের শিক্ষার্থীরা তাদেরকে আটক করে এবং কলেজের অধ্যক্ষ পুলিশকে ফোন করেন। খবর পেয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।