নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ

নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ । ছবিঃ সংগৃহীত
নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরি।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে আহত ১৯ জনের মাঝে ১৩ জনকে ৩০ হাজার টাকা ও ৬ জনকে বিশ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আব্দুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম ছাত্র সমন্বয়কারী সোহান হায়দার, জান্নাতুল মালিহা এবং মনি আক্তারসহ অন্যরা।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার