শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে

শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রিতে। আজ মঙ্গলবার সকাল ৯টায় এখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১১.১ ডিগ্রি সেলসিয়াস।
শীত জেঁকে বসায় কষ্ট বেড়েছে শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের। বিশেষ করে উপজেলার ৪৪টি চা বাগান ও গ্রামে শীতের তীব্রতা বেশি।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
গত ১৫/১৬ দিন ধরে এখানে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রিতে অবস্থান করছে। গত ১০ জানুয়ারি এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৯ ডিগ্রি, ১১ তারিখে ১০ ডিগ্রি, ১২ তারিখে ১০.৭ ডিগ্রি, ১৫ তারিখে ১০.৭ ডিগ্রি, ১৬ তারিখে ১১ ডিগ্রি, ১৭ তারিখে ১১.৩ ডিগ্রি, ১৮ তারিখে ১১.৭ ডিগ্রি, ১৯ তারিখে ১১.৪ ডিগ্রি, ২০ তারিখে ১১.২ ডিগ্রি, ২১ তারিখে ১১.৫ ডিগ্রি, ২৪ তারিখে ১১.২ ডিগ্রি সেলসিয়াস, ২৬ তারিখে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস, ২৭ তারিখে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, ৩০ তারিখে ১০.১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে শ্রীমঙ্গল উপজেলায় দরিদ্র, নি:স্ব ও শীতার্ত মানুষের মাঝে পাঁচ দফায় ৪ হাজার ৪০০টি কম্বল বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার