নান্দাইলের বিভিন্ন অনুষ্ঠানে ইউএনও সারমিনা সাত্তার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৪:১৩ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। ছবিঃ সংগৃহীত
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার উপজেলার বিভিন্ন দপ্তরের অনুষ্ঠানে পৃথক পৃথকভাবে যোগদান করেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি ও শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ এর দুই দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ইউএনও সারমিনা সাত্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

একই দিনে নান্দাইল উপজেলা গণপাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউএনও সারমিনা সাত্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান ও পাঠাগার আন্দোলনের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম প্রমুখ। 

অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বাংলাদেশ স্কাউটস নান্দাইল উপজেলা শাখার ত্রৈবার্ষিক কাউন্সেল সভা উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে ইউএনও সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

এছাড়াও মঙ্গলবার নান্দাইল উপজেলা পর্যায়ে বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউএনও সারমিনা সাত্তার। 

উল্লেখ্য, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার যোগদান করার পর থেকেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরের সকল অনুষ্ঠানে যোগদান ছাড়াও প্রতিটি দপ্তরের কার্যক্রম পরিদর্শন সহ প্রতিদিন তাঁর কার্যালয়ে আগত সেবা প্রাপ্তি জনগণের অভাব ও অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণ সহ সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলেন সেবা গ্রহণকারীরা জানান।