নান্দাইলে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও সারমিনা সাত্তার

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ৪:১৩ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও সারমিনা সাত্তার। ছবিঃ সংগৃহীত
এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও সারমিনা সাত্তার। ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। নান্দাইল উপজেলায় এবছর অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার ১৪টি কেন্দ্রে ৪হাজার ৩শত ৭৫জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। 

এদিকে ইউএনও সারমিনা সাত্তার পরীক্ষার ২দিন পূর্বে সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক খোলা চিঠি প্রেরণ করেছেন। এছাড়াও প্রতিজন পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহণে প্রয়োজনীয় ফাইল, বক্স, স্কেল, কলম, রাবাট, পেন্সিলের প্যাকেট শিক্ষা উপকরণ তুলে দেন পরীক্ষার্থীদের হাতে। ইউএনও সারমিনা সাত্তারের এধরনের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে ইউএনও প্রশংসায় ভাসছেন। 

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

ইউএনও সারমিনা সাত্তার বলেন, মূলত পরীক্ষার্থীরা যাতে তাদের মেধা শ্রম কাজে লাগিয়ে ভাল পরীক্ষা দিতে পারে ও কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়ে আত্মহননের মত পথ বেঁচে না নেয় এ উদ্যোশেই তিনি এধরনের উদ্যোগে নিয়ে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উক্ত খোলা চিঠি প্রেরণ করেন।