সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

ছবিঃ সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয় মুজিব।
সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের পুত্র ও খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী মো. মুজিবুর রহমান(১৭)।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করে মুজিবুর রহমান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
থানার এসআই গোলাম সারওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সে মারা গেছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে