ঈদের দিন মেট্রোরেল বন্ধ, চলবে রোববার থেকে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ০৭ জুন ২০২৫ | আপডেট: ৫:৫০ পূর্বাহ্ন, ০৭ জুন ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। তবে রবিবার (৮ জুন) থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও পরদিন রবিবার সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট পরপর। এই সময়সূচি অনুযায়ী কিছুটা সীমিত আকারে চলবে ট্রেন।

আরও পড়ুন: রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুসারে। এ সংক্রান্ত তথ্য আগেভাগেই যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে রাজধানীর অনেক বাসিন্দা ঢাকা ছেড়ে গেলেও যারা শহরে রয়েছেন, তাদের যাতায়াতের সুবিধার্থে ঈদের পরদিন থেকেই আংশিকভাবে মেট্রোরেল চালু রাখা হচ্ছে।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি কার্যকর হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে। এর আগে ঈদুল ফিতরে ৯ দিনের ছুটি ঘোষণা করা হলেও কোরবানির ঈদে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দিনে।