সিংগাইরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৫

মানিকগঞ্জের সিংগাইরে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক বিল্লাল হোসেন (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন, যাদের মধ্যে ট্রাকের হেলপারও রয়েছেন বাকিরা সবাই বাসের যাত্রী ছিলেন।
শুক্রবার (২০ জুন) সকাল ৯টার দিকে সিংগাইর উপজেলার কাশিমনগর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
নিহত বিল্লাল হোসেন ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
সিংগাইর ফায়ার সার্ভিসের ইনচার্জ মহিবুর রহমান জানান, সকালে হরিরামপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শুকতারা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হেমায়েতপুর থেকে মানিকগঞ্জগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালক বিল্লাল নিহত হন।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।