চাঁদাবাজির ভিডিও ভাইরাল হওয়ার পর তিনজন গ্রেফতার
ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা (বিশ্বরোড) গোলচত্বর নামক এলাকায় চাঁদাবাজির সময় তিন জনকে হাতেনাতে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ২৪ জুন মঙ্গলবার বিকালে উপজেলার খাটিহাতা (বিশ্বরোড) গোলচত্বর এলাকায় এই অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট সাইফের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিভিন্ন ধরনের যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় তিনজনকে আটক করা হয়।
আরও পড়ুন: যুবদল নেতার বহিষ্কার প্রত্যাহার, স্বপদে বহাল
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন মোঃ মোকলেস মিয়া (৫৫), পিতা: মৃত সৈয়দ হাবিব, গ্রাম: কুট্টাপাড়া, সরাইল। ২। নয়ন (৩০)- পিতা: মৃত শামসু মিয়া। ৩। মোঃ আরাফাত আলী- পিতা: আব্দুল আলী।
অভিযানে গ্রেফতার করার পর তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ





