কারা হেফাজতে মাহবুবের মৃত্যু

এসএসসিতে পিতৃহীন রাইসার সাফল্যে তারেক রহমানের শুভেচ্ছা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৫ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর বিএনপির ৫৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাহবুবের মেয়ে ইকরা এনজেল রাইসা চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। উল্লেখ্য, মাহবুব ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলায় কারা হেফাজতে পুলিশের নির্যাতনে নিহত হন।

রাইসার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের খবর জানতে পেরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা পাঠান।

আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

তার নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন তাৎক্ষণিকভাবে একটি প্রতিনিধি দল রাইসার পুরান ঢাকার লালবাগের বাসায় পাঠান। প্রতিনিধি দলটি রাইসার হাতে ফুল, মিষ্টি, গল্পের বই ও নতুন পোশাক উপহার তুলে দেয়।

এ সময় তারা রাইসার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন পৌঁছে দেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাহাদত হোসেন ও ছাত্রদল নেতা মশিউর রহমান মহানসহ আরও অনেকে।