মাইলস্টোন দুর্ঘটনার প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় সঠিক তথ্য প্রকাশ এবং চলমান এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে বরিশাল শিক্ষা বোর্ড চত্বরে এবং সামনের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। এতে পুরো মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, মাইলস্টোন স্কুলে শিশুদের মৃত্যু ও আহত হওয়ার প্রকৃত তথ্য সরকার গোপন করছে এবং গভীর রাতে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে ছলচাতুরি করছে।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
আন্দোলনরত একজন শিক্ষার্থী বলেন, “আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ আমরা সড়ক ছাড়বো না।
আরেক শিক্ষার্থী ই বলেন, সরকার শিক্ষার্থীদের কণ্ঠরোধ করতে সেনা, পুলিশ পাঠাচ্ছে। আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। শিক্ষা উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের নোটিশ আমরাও গভীর রাতে পেয়েছি। নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে সব কলেজে তা জানিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. শিক্ষা উপদেষ্টার পদত্যাগ
২. নিহত ও আহতদের নির্ভুল তালিকা প্রকাশ
৩. দোষী সেনা সদস্যদের প্রকাশ্যে ক্ষমা
৪. পুরোনো বিমান বাতিল
৫. ক্ষতিপূরণ প্রদান
৬. পরীক্ষা সূচি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত
বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা সড়কের কিছু অংশ ছেড়ে দিলেও, ঢাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আবারও তারা অবরোধ শুরু করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়কে তাদের অবস্থান চলছিল।
এর আগে দিনটির শুরুতে দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা এবং দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।





