সাভারে যুবককে কুপিয়ে হত্যা

সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা কররেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ জুলাই) দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে সাভার পুলিশ। নিহত সারুখ হাসান রাসেল (২২) কুড়িগ্রামের নাগেশ্বরীর শহীদ আলীর ছেলে।
ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল ব্রিজসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
পুলিশ জানায়, সাভারের শোভাপুর মেসে থেকে তিনি চাকরি করতেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে, স্বজনরা এলে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ব্রিজসংলগ্ন এলাকা থেকে একটি রক্তাক্ত লাশ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পথচারীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ থানায় খবর দেন। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে সেগুলো ছুরির আঘাত বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার
সাভার মডেল থানার এসআই মোহাম্মদ আব্দুস ছামাদ মল্লিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।