বগুড়ায় কয়েল থেকে ভয়াবহ আগুন: গরু-ছাগল পুড়ে অঙ্গার
বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের নলডেঙ্গী (গজারিয়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) গভীর রাতে হাজী মো. আফসার আলীর গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই শুকনো খড়কুটোয় আগুন জ্বলে উঠে গোয়ালে বাঁধা থাকা গবাদিপশুগুলোকে মুহূর্তেই আগুন গ্রাস করে নেয়।
স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে গোয়াল ঘরে থাকা গরু-ছাগল রক্ষা করা যায়নি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
আফসার আলীর দাবি, এতে ৮টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা গেছে, তার ক্ষতির পরিমাণ প্রায় বারো লাখ টাকা।
অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করা শেরপুর থানার এসআই বিকাশ জানান, গোয়ালঘরে মোট ১০টি গরু ছিল। এর মধ্যে ৮টি আগুনে পুড়ে মারা গেছে এবং বাকি ২টি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক





