রামগঞ্জে পুকুর থেকে মৃগী রোগীর মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
মনির হোসেন বাবুল, রামগঞ্জ (লক্ষ্মীপুর)
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের একটি পুকুর থেকে আরিফ হোসেন (১৮) নামের এক মৃগী রোগীর মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা।

জানা গেছে, রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামের ফকির বাড়ির বাচ্চু মিয়ার ছেলে আরিফ হোসেন গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বুলবুল জানান, দক্ষিণ ভাটরার ফকির বাড়ির বাচ্চু মিয়ারের ছেলে মোঃ আরিফ হোসেন মৃগী রোগী ছিলেন। ধারণা করা হচ্ছে, সে গোসল করতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু বরণ করেছে।