মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনের ঘটনায় ২ জনের মৃত্যু
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সঙ্গীতা এলাকায় মাদকাসক্ত স্বামী ঘুমন্ত স্ত্রী ও সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
নিহতরা হলেন, স্ত্রী রিনা বেগম (৩৮) ও তার ছেলে ফরহাদ (১৫)।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে ফরিদ মিয়ার স্ত্রী রিনা বেগম এবং বেলা সাড়ে ১২ টায় ছেলে ফরহাদ ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর দিবাগত রাতে সদর উপজেলার সঙ্গীতা এলাকায় ফরিদ মিয়ার শ্বশুরবাড়িতে বসবাসরত স্ত্রী ও সন্তানদের ওপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। এসময় ঘরের ভিতরে থাকা তার স্ত্রী রিনা বেগমসহ ছেলে জিহাদ (২৩), ফরহাদ (১৫), তাওহীদ (৬), শালিকা সালমা (৩৫) ও তার ছেলে আরাফাত (১৪) শরীরের বেশির ভাগ অংশ আগুনে ঝলসে যায়। পরে তাদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এঘটনার পর গত ২৫ অক্টোবর সন্ধ্যায় অভিযুক্ত ফরিদ মিয়াকে রায়পুরা উপজেলার বারৈচা এলাকা থেকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ। বর্তমানে সে জেল হাজতে রয়েছে।





