বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক কারবারি আটক

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ১:০৫ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী পৌরশহর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

আটককৃত স্বপন চন্দ্র ভৌমিক (৫৫) ওরফে স্বপন কুমিল্লার হোমনা থানার বাসিন্দা। বর্তমানে সে পৌরশহরের বৌয়াকুর এলাকার মহানন্দ দাসের বাড়ির ভাড়াটিয়া বলে জানা যায়। এসময় তার কাছ থেকে তেত্রিশ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক, অস্ত্র উদ্ধার এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা দেড়টায় উপপরিদর্শক অনিক কুমার গোপের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের বৌয়াকুর এলাকার মহানন্দ দাসের বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি স্বপন চন্দ্র ভৌমিক ওরফে স্বপনকে আটক করা হয়। পরে তার বসত ঘরে তল্লাশি চালিয়ে কৌশলে লুকানো অবস্থায় হুইস্কি ব্যান্ডের ৩৩ বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হন।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

আটককৃত স্বপন এসব মাদক বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে নরসিংদী সহ আশপাশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।