বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট ও মোটরসাইকেল জব্দ

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:৩১ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

বুধবার (৩০ অক্টোবর) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) একটি টহল দল উপজেলার সীমান্তবর্তী পূর্ববাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩৬০ প্যাকেট ভারতীয় সিগারেট ও একটি মোটরসাইকেল জব্দ করে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ. এস. এম. জাকারিয়া। তিনি জানান, গত ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলমান অভিযানে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাধীন কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় একাধিক অভিযান পরিচালনা করা হয়। এতে ৭ হাজার ৭২৬ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, ২ হাজার ৩৫৫ প্যাকেট ভারতীয় সিগারেট, ২ বোতল ভারতীয় মদ, ১টি মোটরসাইকেল ও ১টি গরু আটক করা হয়েছে। এসব পণ্যের মোট সিজারমূল্য ১০ লাখ ২৩ হাজার ৩০০ টাকা বলে তিনি জানান।

অধিনায়ক আরও বলেন, “৪৬ বিজিবি ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের সদস্যরা। এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার