চাঁদপুরে ২৩তম জেলা প্রশাসক হিসেবে নাজমুল ইসলামের যোগদান

Sanchoy Biswas
শ্যামল সরকার, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪৯ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরে ২৩তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নাজমুল ইসলাম সরকার।

সোমবার (১৭ নভেম্বর) রাতে তিনি ঢাকা থেকে চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছান। তিনি ২৯তম বিসিএস কর্মকর্তা। সার্কিট হাউজে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহার।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকরা নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করেন। এছাড়াও পৃথক ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

এরপর নবাগত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার উপস্থিত কর্মকর্তাদের সাথে পরিচিত হন। গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

একই তারিখে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব) কে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত অপর প্রজ্ঞাপনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়। তিনি ১৬ নভেম্বর বিকেলে চাঁদপুরের শেষ কর্মদিবসে দায়িত্ব পালন শেষে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন।

নতুন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম বিষয়ক ফোকাল পার্সন, রাজশাহী জেলার গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, মো. নাজমুল ইসলাম সরকার ২৯তম বিসিএসে মেধাতালিকায় ৪৫তম হয়েছেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা। এদিকে নবাগত জেলা প্রশাসক সুন্দর ও নির্মল পরিবেশে চাঁদপুর গড়ার লক্ষ্যে সবার সহযোগিতা চেয়েছেন।