ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২
নরসিংদীর পৌর এলাকা থেকে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এ বিষয়ে নিশ্চিত করেন।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া থানার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। এসময় তাদের কাছ থেকে ৬.২ (ছয় কেজি দুইশ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনাকালে দুইজন মাদক কারবারি অভিনব কৌশলে তাদের শরীরে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছয় কেজি দুইশ গ্রাম গাঁজা বহন করে আনে বিক্রি করার জন্য। এসময় পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে।
আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ
তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারিরা পেশাদার মাদক বিক্রেতা। তারা পুলিশের চোখ ফাঁকি দিতে এ ধরনের কৌশল অবলম্বন করেন। এ বিষয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।





