উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন রাবি শিক্ষার্থীরা

ছবিঃ সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর অনশন শুরুর প্রায় ১৮ ঘণ্টা পর কর্মসূচি প্রত্যাহার করেন তারা।
উপাচার্য সালেহ হাসান নকীব জানান, পোষ্য কোটার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামীকাল রিভিউ কমিটি বসবে। তারা পর্যালোচনা করে এটি পরিবর্তন করবেন।
এসময় একজন শিক্ষার্থী বলেন, আমরা আপাতত এটা স্থগিত করছি। আগামীকালের মধ্যে যদি সিদ্ধান্ত না আসে, আমাদের দাবির সঠিক প্রতিফলন যদি না ঘটে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো। এছাড়া রিভিউ কমিটিতে যদি কোনো ফ্যাসিস্টের দোসর থাকে, তাদের কে আমরা চিনি। কিভাবে তাদের বিদায় করতে হয় সে পথ আমাদের জানা আছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অনশন শুরু করেন শিক্ষার্থীরা।